রবিউল ইসলাম সাতক্ষীরা কালিগঞ্জের কুশুলিয়া কসমস ক্লাবের আয়োজনে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা সোমবার (১২ অক্টোবর) বিকেলে কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কালিগঞ্জের উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে শ্যামনগরের ঈশরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন তাপস সরকার, আব্দুর রাশেদ ও শহিদুল ইসলাম। এর আগে টুর্নামেন্টের প্রথম খেলায় পিডিকে মিতালী সংঘ আয়োজক কুশুলিয়া কসমস ক্লাবকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
