হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস- এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট; বাংলাদেশর মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এমআইপিস প্রকল্পের আওতায় বুধবার ২৮ অক্টোবর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপি “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরার পিস অ্যাম্বাসেডর গ্রুপ (পিএফজি) ও ওয়েভ সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুণ্ঠিত হয়।প্রশিক্ষণের উদ্বোধণ করেন পিএফজি কোঅরডিনেট কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। পিএফজির উপজেলা সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় জেন্ডার ও সেকস, জেন্ডার সমতা ও নায্যতা নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের নানা দিক নারীর প্রতি বৈষম্যরোধে করণীয় এবং নারীর অবদানের বিষয়ক সেশন পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ ও ফিল্ড কোঅরডিনেটর মোঃ আবু তাহের। অ্যাম্বাসেডর ডা, শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজি সদস্য ইলাদেবী মল্লিক, সাবেক এ্যাম্বাসেডর সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, মোঃ মহিবুল্লাহ, শান্তি রঞ্জন চক্রবতী, লাইলী পারভীন, প্রভাষক সাইফুল ইসলাম, মনিমালা গাইন, নয়ন দাশ, শেখ খাইরুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম,সিরাজুল ইসলাম, এসএম আহাম্মদুল্লাহ বাচ্চু, এসকে আব্দুল করিম, এস কে আনোয়ার হোসেন, কনিকা সরকার, লাইলী সুলতানা,কল্পনা রাণী কমকার, মুস্তাফা আক্তারুজ্জামান পল্টু, ঝুমুর আক্তার, হাফেজ আব্দুল গফুর, ডা. মিলন কুমার ঘোষ, আকলিমা খাতুন, শিউলী চেীধুরী রিনা পারভীন প্রমুখ। তারা বলেন বতমান সমাজে শান্তি সম্প্রীতি গড়ে তুলতে হলে আমাদের জেন্ডার সচেতন হতে হবে। কোনো ভাবেই নারীর প্রতি সহিংস আচরন করা যাবে না। নারী -পুরুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ সহনশীলতা সমতার, ও ন্যয্যতার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে আমরা একটি মানবিক বাংলাদেশ বিনির্মান করতে পারি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *