কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ত্যাগী, নির্যাতিত ও নাশকতা মামলার আসামী এবং কারাবরণকারী বিএনপি নেতাদের বাদ দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (২৯ অক্টোবর -২০২৫) বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলার তারালী রোড সংলগ্ন চার রাস্তা মোড়ে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম গাজী, সাবেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম,ইব্রাহিম খলিল, সাবেক উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি এবাদুল ইসলাম।উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম গাজী, বিএনপি নেতা আব্দুল জলিল, রেজাউল ইসলাম গাজী, আব্দুল মজিদ,রাজু সরদার, আমিনুল ইসলাম,হামিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শাওন মুখার্জীসহ তারালী ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে যারা বিএনপির রাজনীতি করে আসছেন, দুঃসময়ে কারাভোগ করেছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী ও যুবলীগের পদধারী ব্যক্তিদের নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। যা দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। ”তারা বলেন, “বিএনপি একটি ত্যাগ ও আদর্শের সংগঠন। দুঃসময়ে যেসব নেতা-কর্মী দলের জন্য সংগ্রাম করেছেন, তাদের মূল্যায়ন না করে প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজনকে জায়গা দেওয়া হলে সংগঠনের ভিত দুর্বল হবে। ”বক্তারা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা চাই, এই কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা- কর্মীদের সমন্বয়ে নতুন করে কমিটি গঠন করা হোক। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বিএনপি নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

