হাফিজুর রহমান শিমুলঃ ঘূর্ণিঝড় রিমেল এর আঘাতে কালিগঞ্জের হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী ভবনের ছাউনী ও আসবাবপত্রে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাউনি সম্পুর্ন উড়ে পাশের সড়কে পড়েছে। ইবতেদায়ীর শিক্ষার্থীদের ক্লাস চলছে এখন গাছতলায়। জরুরী ভিত্তিতে মাদ্রাসার নতুন ভবন সময়ের দাবীতে পরিণত হয়েছে। বুধবার (২৯ মে-২৪) সকালে দুর্যোগে ক্ষয়ক্ষতি হওয়া ভবন পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু,  যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুপার মাওঃ শফিউল্লাহ, অভিভাবক সদস্য মাওঃ কুতুবউদ্দিন আহমেদ, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে একইভাবে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিনের চাল উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিলার ভেঙে গেছে বারান্দার চাল ভেঙে পড়েছে। বুধবার বেলা ১১ টায় স্কুলের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ঝড়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্ষতিগ্রস্ত বিষয়ে অভিহিত করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস (দীপু) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *