সমাজের আলো :- কালিগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘীরে শিক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় ঘটেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র আবু রায়হান ২১ জানুয়ারী-২৪ তারিখে ভর্তি হয়ে নিয়মিত মাদ্রাসায় যাতায়াত ও লেখা পড়ার পাশাপাশি চলতি পরীক্ষায়ও অংশগ্রহন করে। ইতিমধ্যেই পৃথক পাঁচটি পরীক্ষা সে দিয়েছে।আরবি প্রথমপত্র পরীক্ষায় উপস্থিত হলে হঠাৎ তাকে আর পরীক্ষা দেওয়া হবেনা মর্মে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দিলেন মাদ্রাসার সুপার রুহুল আমিন। ঘটনাটি তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে মাদ্রাসার গন্ডির বাহিরে। এবং পরীক্ষা চলাকালীন সময়ে আবু রায়হান এর নানা সিরাজুল ইসলাম লিখিতভাবে আকুতি জানান নাতির পরীক্ষা দেওয়ানোর জন্য এবং কি কারণ তাকে বের করে দেওয়া হলো তা জানতে চান। তিনি বলেন নাতি পরীক্ষায় মাত্র ২.৪৪ পেয়েছে আরও ১ বিষয়ে ফেল করে এসএসসি পাশ করেছে। সেই কারণেই তার মেধার ইসলামী জীবনাদর্শ ও সার্টিফিকেট এর মান উন্নয়নে মাদ্রাসায় নবম শ্রেনীতে ভর্তি করা হয়। সুপার হুজুর আবেদন গ্রহন করলেও পরীক্ষা দেওয়া হলো না গরীব ছাত্র আবু রায়হানের। এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাওঃ রুহুল আমিন এর নিকট জানতে চাইলে তিনি জানান, অনেক সমস্যা আছে। ঐ আবু রায়হান কলেজে পড়ে, তাছাড়া আরও সমস্যা আছে। সামনে ম্যানেজিং কমিটির ভোট সেকারণেই ওই ছেলেকে এখানে ভর্তি করানো হয়েছে।
