সমাজের আলো : পুকুরের পানিতে ডুবে শামিউল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তারালী গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। নিহত শিশুর চাচা ফারুক হোসেন (৩৪) জানান, তার ভাতিজা শামিউল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশর্^বর্তী পুকুরে পড়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে তার শিশুটির দাদী পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। অন্যদের সহায়তায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিউলকে মৃত ঘোষণা করেন।

