সমাজের আলো :- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় পারিবারিক কলহে বাবার বাড়িতে এসে পারভিন সুলতানা( ৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার রাত আটটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। গৃহবধূ কালিকাপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মালেকের কন্যা । পার্শ্ববর্তী রামনগর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী । খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহাবুর রহমান বিকালে ঘটনাস্থলে যেয়ে লাশ ময়না তদন্তের জন্য কালিগঞ্জ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
