রবিউল ইসলামঃ ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী বিপর্যয়ে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের ইছামতি ও কালিন্দী সহ কাঁকশিয়ালী ও গলঘেষিয়া নদীর পানি ৮/৯ ফুট বৃদ্ধিতে আকষ্মিক জলোচ্ছাস ও নদী ভাঙ্গণে ব্যাপক এলাকায় দ্বিতীয় দিনের মত পানি ঢুকে পড়ে। ফলে উপজেলার হাজার হাজার বিঘা জমির শত শত চিংড়ী মৎস্য ঘের ভেসে কোটি কোটি টাকার সোনার চিংড়ী ও সাদা মাছের ক্ষতিগ্রস্থ হয়েছে। বাহির চরে ছোট বড় অগনিত মৎস্য ঘের ও পুকুর সহ চরাঞ্চলে ওয়াপদা বাঁধের পাশে বসবাসকারী শত শত ঘর বাড়ি দ্বিতীয় দিনের মত পানিতে তলিয়ে যায়। হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।বৃহস্পতিবার ( ২৭ মে) দুপুর ১২টার দিকে সৃষ্ট জোয়ারের পানিতে নদী সমূহ ফুলে ফেঁপে ফঁুসে উঠে, বিকাল ৩টা পর্যন্ত ওয়াপদা বাঁধ উপচিয়ে বিভিন্ন পয়েন্টে, বাজার ঘাটে পানি ঢুকতে থাকে। পরে ভাটার টানে কিছু পানি কমলেও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়নি। এদিকে দ্বিতীয় দিনের মত পাউবো’র ৫নং পোল্ডারের অধীনে হাড়দ্দহা এলাকায় প্রায় ১ কিঃ মিঃ ব্যাপী এলাকায় জলোচ্ছাসে চিংড়ী ঘের প্লাবিত হয়,ওয়াপদা ভাঁধে ৫০-৬০ ফুট ভাঙ্গনের কারণে অবিরাম পানি ঢুকতে থাকে, যা চিংড়া, পাঁচবাড়ী, ছোটবিল, মহেশ্বরকাটী সহ পাশ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে। কালিগঞ্জ কাঁকশিয়ালী বাজার ও মোকাম ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। ফলে উপজেলা ভুমি অফিস ও সদর ইউনিয়ন ভুমি অফিসে ৩-৪ ফুট পানি ঢুকে পড়ে। কবলিত এলাকার বসবাসকারী জনগন কালিগঞ্জ সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহন করে। এদিকে সামনে এখনও ২-৩ দিন জোয়ারের পানির তীব্রতা থাকবে এমন আশংঙ্খায় আতংকিত এলাকাবাসী।কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের, এস.ডি তন্ময় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের বলেন “ক্ষতিগ্রস্থ হাড়দ্দহা ওয়াপদা বাঁধটি পানি উন্নয়ন বোর্ড তাৎ’ক্ষনিক ভাবে ঠিকাদার নিয়োগের মাধ্যমে ভেকু দিয়ে সংস্কারের কাজ শুরু করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *