শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মদন কুমার সরকার (৩৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের পরমান্দকাটি গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল ১০ টার দিকে থানার সরকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ ও শেখ জামালের নেতৃত্বে পুলিশ মৌতলা বাজার এলাকায় অভিযান পরিচালন করেন। এসময় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মদন কুমারকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

