সমাজের আলো :- পূজোর প্রসাদ খেয়ে কাব্যদত্ত (৫) নামে এক শিশুর মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আরো ২৫ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য রয়েছে।

শিশুটি‌ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ছানাগাতী এলাকার উত্তম দত্তের একমাত্র ছেলে।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের‌ ইউপি সদস্য পিযুশ রায়
জানান,বিষ্ণুপুরের বানিয়াজাংলা বাসন্তিতলা পূজামন্ডপে গত শুক্রবার (২১ জুন) পূর্ণিমার রাতে অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ, শিশুসহ ২৫ জন। স্থানীয় গ্রাম্য ডাক্তার অলোক মন্ডলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিলেও অসুস্থদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা মেডিকেলে ওই রাতেই ভর্তি করা হয়। সোমবার (২৪ জুন) সকালে সাতক্ষীরা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য কাব্যদত্তকে খুলনায় নেওয়ার পথে ডুমুরে এলাকায় তার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ বিষ্ণুপুর গ্রামের অশোক দত্তের মেয়ে ও কাব্যদত্তের মা তিথি দত্ত (২৩), নিমাই সেন এর ছেলে দীপু সেন (৪২), চন্ডিচরণ দত্তের ছেলে সুব্রত দত্ত (৪২) ও অসীম দত্ত (৩২)।
গ্রাম পুলিশ আব্দুলিল্লাহ বলেন বর্তমানে অসুস্থ ব্যাক্তিদের পরিবারের বাড়ির সকলেই হাসপাতালে। আক্রান্ত পরিবারে চলছে অজানা এক আতঙ্ক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন তারা আশঙ্কা মুক্ত৷ খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন হতে পারে।
কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান জানান পূজার প্রসাদ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ২৫ জনের অসুস্থ হয়েছে। ধারণা করা হচ্ছে যে পূজার প্রসাদের সঙ্গে কিছু খাওয়া পড়েছে এই কারণে শিশুর মৃত্যু হয়েছে ।বাকিরা অসুস্থ হয়ে পড়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *