কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামের মুজিবর রহমান শেখের পুত্র মোজাহার শেখের ৩ লাখ টাকা প্রতারণা করে আত্মসাৎতের অভিযোগ উঠেছে। প্রতারণার ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামে ঘটেছে। সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড়দোনা গ্রামের হারেস আলী গাজীর ছেলে প্রবাসী খাদেম আলী গাজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে । প্রতারক খাদেম আলী অবৈধ জাল ভিসা দিয়ে মোজাহার শেখের বিদেশে নেওয়ার পরিকল্পনা করলে ভিসা জাল বুঝতে পেরে তিনি যাবে না এবং প্রদেয় টাকা ফেরত চায়। এ ঘটনায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামের শেখ আজগর আলীর পুত্র প্রবাসী শেখ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, খাদেম আলী তার আপন ফুফাতো ভাই। সে মোজাহার শেখকে বিদেশে কোম্পানিতে চাকুরি দেয়ার নাম করে ব্যাংকের মাধ্যমে ৩ লক্ষ টাকা গ্রহন করে। কিন্তু খাদেম আলী অবৈধ পন্থায় জাল ভিসা দেয়। এ বিষয়ে খাদেম আলীর সাথে আশরাফুল ইসলামের বাক বিতন্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করে। প্রবাসীর মা ও বাবাকে খাদেম আলীর বাড়িতে পাঠালে তার বড় ভাই টাকা দেবেন বলে আশ্বস্ত করেন। কিছুদিন পরে বিষ্ণুপুর সাবেক ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমানের বাড়িতে বসাবসিতে ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা হয়। এসময়ে খাদেম আলীর বড় ভাই মেম্বারের কাছ থেকে দুই মাস সময় নেয় এবং পরবর্তীতে ৯০ হাজার টাকা মেম্বারের মাধ্যমে ফেরত দেয়। বাকী টাকা না দিয়ে নানান তালবাহানা করছে। এমনকি বাকী টাকা আর দেবেনা বলে জানিয়ে দিয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে খাদেম আলীর কাছে জানতে চাইলে সাংবাদিকদের বলেন” প্রবাসী আশরাফুল শেখের মাধ্যমে আমার লেনদেন হয়। ২ লাখ ৮০ হাজার টাকা থেকে সিদ্দিক মেম্বারের হাত দিয়ে ৯০ হাজার টাকা ফেরত দিয়েছি এটা সত্য। বাকি টাকাটা আমার বেতন না পাওয়া পর্যন্ত দিতে পারবো না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *