হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে বন্ধু ফোরাম এর ২৪৯তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ২ টায় উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে বন্ধু ফোরামের মাসিক সভায় সভাপতিত্ব করেন বন্ধু ফোরাম এর সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু। অত্র সংগঠনের সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বন্ধু ফোরামের সহ-সভাপতি শেখ আবু তাহের, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কোষাধ্যক্ষ অমল সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু ও জি এম আবু আব্দুল্লাহ হাসান, সদস্য শেখ রিয়াজুল ইসলাম, শাহরিয়ার খাঁন রিপন, গোলাম আয়ুব জুলু, শেখ শাকির আহমেদ বাবু, শিক্ষক মাহবুবুর রহমান, শেখ রফিকুল ইসলাম, দিপালী স্বর্ণকার, আব্দুল করিম মামুন হাসান প্রমুখ। সভায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে বন্ধু ফোরাম এর পক্ষ থেকে সকালে বিজয়স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করা হবে। এছাড়া বন্ধু ফোরামের দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক বহুগুণে গুণান্বিত ব্যাক্তিত্ব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত সুকুমার দাশ বাচ্চুর পঞ্চান্নতম জন্মদিন পালন করা হয়। সকল বন্ধুরা তার শুভ জন্মদিনে তার কাজের প্রশংসা করে তার সার্বিক মঙ্গল কামনা করেন। সকলকে মিষ্টিমুখ করানো এবং সুশীলন ও বন্ধু ফোরামের পক্ষ থেকে মধু প্রদান করা হয়। এছাড়া বন্ধু ফোরামের মাসিক সঞ্চয় ও জমা হিসাব সহ বন্ধু ফোরামের আগামী বার্ষিক সভার তারিখ ২০২৪ সালের ১৯শে জানুয়ারি নির্ধারণ করা হয়। সভায় দুপুরে আপ্যায়ন সহ হোস্টের দায়িত্ব পালন করেন বন্ধু ফোরামের সদস্য আলহাজ্ব শেখ রিয়াজুল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *