হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ।।
সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খাঁন। শনিবার বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, উপজেলার উজিরপুরে অতি গোপনে বাল্যবিবাহ সম্পাদনের প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময়ে উজিরপুরের মনিরুল ইসলাম সরদারের বাড়িতে তারই কন্যা হুমাইরা আঞ্জু মনিরা (১৮) এর সাথে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রজকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২০) বিবাহের প্রস্তুতি চলছিলো। আদালত বাল্যবিবাহ নিরোধ আইনের ২০১৭ এর ৯ ধারা মোতাবেক উভয়পক্ষকে বিশ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। এবং বিবাহের বয়স না হওয়া অবধি উভয়কেই অপেক্ষা করার নির্দেশ দেন।

