হাফিজুর রহমান শিমুলঃ
“হাত ধোয়ার নায়ক হোন” কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর-২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুৃষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী আশরাফুল ইসলাম, আকরাম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবাণু, সংক্রমণ ও নানাবিধ রোগ থেকে রক্ষা করে। একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শিশুদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে সকলের অংশগ্রহণে প্রতীকী হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
