রবিউল ইসলাম : ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে সাতক্ষীরা কালিগঞ্জ সদরে প্রবাহিত কাঁকশিয়ালী নদীতে প্রায় ৬ ফুট পানি বৃদ্ধি পেয়ে যখন আশপাশের এলাকা প্লাবিত হওয়ার উপক্রম ঠিক তখনি প্রতিরোধ তৈরির উদ্দেশ্যে নিজ হাতে বেড়িবাঁধ নির্মানে অংশগ্রহণ করে সবার আলোচনায় এখন কালিগঞ্জ সদর কুশুলিয়া ইউপি থেকে তিনবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি প্লাবিত এলাকা পরিদর্শনে এসে বেড়িবাঁধ নির্মানে স্বেচ্ছাসেবীদের সাথে নিজে হাতে কাজ করেন এবং নির্মান কাজে সহযোগীতার মাধ্যমে সবাইকে উৎসাহিত করেন। এসময় তার সাথে স্থানীয় ২নং ইউপি সদস্য শেখ খায়রুল আলম সহ অসখ্য স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

