কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত জেলা ক্যাব সদস্য ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান ছাড়াও থানার উপপরিদর্শক মহিবুল্লাহ উপস্থিত ছিলেন। অভিযানে নাজিমগঞ্জ বাজারের উপজেলা মোড়ের রাজু হোটেলে নোংরা, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি পরিবেশনের অপরাধে হোটেল মালিক রফিকুল ইসলামের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে নাজিমগঞ্জ বাজারে চমক শপিং কমপ্লেক্সে নামক একটি কসমেটিকস ও প্রসাধনীর দোকানে মূল্য তালিকা না থাকা, বি,এস,টি ,আইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ নকল পণ্য বিক্রির অপরাধে মালিক সালাউদ্দিনের নিকট থেকে সাড়ে ৯ হাজার জরিমানার টাকা আদায় করা হয়। অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

