সমাজের আলো : ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার কাজীপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৫৮), জেলাপাড়া গ্রামের অরুণ (২৮) ও নিজদেবপুর গ্রামের আব্দুল মালেক (৪০)।কালীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মৌতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় গাঁজা সেবনরত অবস্থায় বিল্লাল, মালেক ও অরুনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ সেবনকারীর প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামিদেরকে শুক্রবার সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক