হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার শনিরদশা যেনো কাটছেই না। ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির ৭ জনই পদত্যাগ করার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জিএম আব্দুল হাই এর একনায়কতন্ত্র, স্বেচ্ছাচারিতাসহ নানান অনিয়ম দুর্নীতি ও বিধি লঙ্ঘন করার অভিযোগে পদত্যাগ করেছেন সাতজন। অভিযোগ সুত্রে জানাগেছে, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ আব্দুল্লাহ তরফদার, অভিভাবক সদস্য মোঃ মোজাফফর হোসেন, অভিভাবক সদস্য মোঃ রবিউল ইসলাম, অভিভাবক সদস্য শেখ আবুল বাসার, অভিভাবক সদস্য মোঃ আজিজ ঢালী, সাধারণ শিক্ষক সদস্য জিএম সালাহউদ্দিন ও সাধারণ শিক্ষক সদস্য মোঃ আকরাম হোসেন গত ১৮/০৫/ ২০২৪ তারিখে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ঘটনার পর হতে আবারও তোলপাড়ের সৃষ্টি হয়েছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের ক্ষমতাকে পুজি করে কমিটির সভাপতি বেপরোয়া। মাদ্রাসার নবাগত সুপার মাওলানা রুহুল আমিন কমিটির সাতজন পদত্যাগ করেছেন স্বীকার করে বলেন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন করতে এবং যথাযথ তদারকীর জন্য কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। চেষ্টা করছি শান্তিপুর্ণ পরিবেশের মধ্যদিয়ে ঐতিহ্য ধরে রাখতে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *