হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জে বিশ্ব মা দিবসে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (১২ মে-২৪) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে মা সমাবেশ ও আলোচন সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের যুগ্ন সম্পাদক ও শিক্ষিকা কণিকা সরকার, মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সখিনা পারভীন, অনিমা রানী স্বর্ণকার। এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি কাজী মোশাররফ হোসেন, প্রমূখ। বক্তারা বলেন নির্ভয়ে নিঃসংশয়ে যার উপর আস্থা রাখা যায় তিনি হলেন আমাদের মা। মায়ের সাথে কাটানো পরম ভালোবাসা মুখর মুহূর্তগুলো বন্ধনে অটুট থাকুক। পৃথিবীর সকল মায়েদের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালবাসা জানানো হয়। প্রতিটি মা ও বাবা তার সন্তানকে লালন পালন করে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে থাকেন, সন্তান হলো সম্পদ তাই সন্তানকে শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে পারলেই সম্পদে পরিণত হবে। বিশ্ব মা দিবস উদযাপন অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে চার জন মাকে অর্থ দিয়ে সম্মান  প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের সনদপত্র প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *