সমাজের আলো : মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ জুন) সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলায় দক্ষিণ শ্রীপুর ছোট্টুর মায়ের দোয়া নামক দোকানের সামনে।এ নিয়ে উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মোঃ রাসেল মোড়ল (২০) কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।অভিযোগ সুত্রে জানা যায়, সে হালখাতা করার উদ্দেশ্য নিজ বাড়ি থেকে তার ভাইয়ের হিরো হোন্ডা ব্র্যান্ডের লাল রঙের স্পেলেন্ডার প্লাস মোটরসাইকেল নিয়ে দক্ষিন শ্রীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মায়ের দোয়া নামক দোকানের সামনে আসলে তাকে গতিরোধ করে দক্ষিণ শ্রীপুর গ্রামের লতিফ সরদার (৩৫), নজু সরদার (৬৫), ছোলেমান মোড়ল (৫০), সফু সরদার (৪০) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন অতর্কিতভাবে আক্রমণ করে। এ সময় তার কাছ থেকে রেজিষ্ট্রেশনকৃত হিরো হোন্ডা ব্র্যান্ডের স্পেলেন্ডার প্লাস (সাতক্ষীরা-হ ১৪-০৭৬৬) মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

