রবিউল ইসলামঃ সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে অবস্থিত রাজা বসন্ত রায়ের ঐতিহাসিক বসতভিটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বসন্তপুরে রাজা বসন্ত রায়ের বাড়ি ‘চন্দ্র ভবন’ প্রাঙ্গনে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল। পরবর্তীতে ‘চন্দ্র ভবন’ সংলগ্ন বর্তমান কাস্টমস গোডাউন হিসেবে ব্যবহৃত ‘রাম জননী ভবন’ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ঐতিহাসিক এই স্থানটিতে একটি পার্ক স্থাপন করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই পার্কে সুন্দর ও মনোরম পরিবেশে মানুষ বিনোদনের সুযোগ পাবে। নদী ও সড়ক পথে যাতে দেশ বিদেশের মানুষ এখানে ভ্রমণে আসতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি এলাকার মানুষের সুপেয় পানির সংকট দূর করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আনিসুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্ত্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্ল্যাহ ইব্রাহিম প্রমুখ। উদ্বোধনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজামুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক হাবিবুল্ল্যাহ বাহার, শের আলী, প্রধান শিক্ষক আল-আমিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইফতেকার আলম, সাবেক ছাত্রনেতা তারিকুশ সারাফাত, ফারুক হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *