কালিগঞ্জ প্রতিনিধিঃকালিগঞ্জে সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকাল ৫ টায় আইনজীবী অফিসে কমিটির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক (অবঃ) হারুন উর রশীদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সাহিত্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক (অবঃ) গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী। বক্তব্য রাখেন সিনিঃ সহ সভাপতি সুকুমার দাশ বাচ্চু, সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আলী সোহরাব, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক শেখ আতিকুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত সকলের আলোচনা ও সম্মতিতে আগামী ৩ আগস্ট কালিগঞ্জে জেলা সাহিত্য পরিষদের উপজেলা শাখার আয়োজনে অভিষেক অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এইমর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
