হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলায় সীমান্ত অঞ্চলে সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও দ্বন্দ্ব প্রতিরোধে স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং কনফ্লিক্ট ম্যাপিং শীর্ষক একটি গুরুত্বপূর্ণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর যা বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে পরিচালিত হচ্ছে।রূপান্তরের প্রজেক্ট কোডিনেটর গাজী মফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল বলেন সামাজিক সম্প্রীতি রক্ষা ও স্থানীয় বিরোধ নিরসনে সকল স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই কর্মশালা তৃণমূল পর্যায়ের মানুষদের দৃষ্টিভঙ্গি ও সমস্যা চিহ্নিত করতে সহায়তা করবে। স্থানীয়ভাবে সংঘাত প্রতিরোধে এমন কর্মশালার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন পক্ষের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠে। বিশেষ অতিথর বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অণা চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস, বাচ্চু প্রমুখ সহ অনুষ্ঠানে যুব ফোরাম ,আস্থা প্রকল্প ইয়ূথ ফর সুন্দরবন, পিস ক্লাবের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্য অংশগ্রহণ করেন।হ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *