হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২ টি এসসি মামলার পলাতক আসামি শেখ লুৎফর রহমান জুয়েলকে (৩২) আটক করা হয়েছে। সে থানা এলাকার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের শেখ আব্দুল ওহাব এর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, এসসি ১৫১৩/১৯, এসসি ৯১৭/১৯, এসসি ১২৩০/১৯, এসসি ১৬৩/২০, এসসি ১৮৩০/২০, এসসি ২৬৭/২০, এসসি ৩২২/ ২০, এসসি ২৮৫/২০, এসসি ২৯১/২০, এসসি ১৭৩/২০, এসসি ৪৪১/২১ ও এসসি ১৭২/২০ মামলার পলাতক আসামি ছিলেন এই জুয়েল। মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ কুমার সানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। জুয়েল উপজেলার নাজিমগঞ্জ বাজারের রঙধনু কসমেটিকস এর পরিচালক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *