সমাজের আলো : ১২ ইউনিয়নে ৬৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৪৬৫ জন প্রার্থীর মধ্যে ২২ জন এবং সংরক্ষিত ওয়ার্ড এর সদস্য মহিলা ১৪২ জন প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এর মধ্য দিয়ে সর্বমোট ৬৪৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ লক্ষ ৩১ হাজার ৮৬৪ জন ভোটার উপজেলার ১২ টি ইউনিয়নে তাদের মনোনীত পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৯৮০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৮৮৪।১নং কৃষ্ণনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১০৯ জন এরমধ্যে পুরুষ ১১ হাজার ২৫৬ জন এবং মহিলা ১০ হাজার ৮৫৩ জন ভোটার তাদের ভোট দিয়ে একজন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য নির্বাচিত করবেন। কৃষ্ণনগর ইউনিয়ন এ চূড়ান্তভাবে চেয়ারম্যান প্রার্থী ৮জন। নৌকার শ্যামলী অধিকারী, লাঙ্গলের সাফিয়া পারভীন, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী রবি উল্লাহ বাহার, আব্দুর রহমান মোল্লা, রওসন কাগুচী, শাহজাহান কবির, নজরুল ইসলাম এবং আছনুর রহমান। ২ নং বিষ্ণুপুর ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২২ হাজার ১০৯ জন এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৩২৮ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৮১৮ জন এর মধ্যে ১ জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য ৩ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নির্বাচিত করবেন। চূড়ান্তভাবে ২ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকার বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। ৩নং চাম্পাফুল ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৩ হাজার ৮৩৩ জন এর মধ্যে পুরুষভোটার ৭ হাজার ৬৩ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৭৭০ জন ভোটার তাদের ভোট দিয়ে ১ জন চেয়ারম্যান,৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য নির্বাচিত করবেন। চূড়ান্তভাবে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, নৌকার বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোড়ল, আব্দুল হান্নান গাইন, ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৬৮ জন এরমধ্যে পুরুষভোটার ৭ হাজার ৬৩৬ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৩৩২ জন ভোটার তাদের ইউনিয়নে ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ভোট দিয়ে নির্বাচিত করবেন।উক্ত ইউনিয়নে চূড়ান্তভাবে ৪ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকার গোবিন্দ কুমার মন্ডল, স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার সরকার, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী দিদারুল ইসলাম, জাতীয় পার্টির জুলফিকার আলী সাফুই এবং খেলাফত আন্দোলনের হাফেজ শফিকুল ইসলাম। ৫ নং কুশুলিয়া ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৯ হাজার ১১২ জন, এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৬৫ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৪৪৭ জন, তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য নির্বাচিত করবেন। চূড়ান্তভাবে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, প্রার্থীরা হলো নৌকার আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান খাঁন বাবলু, খেলাফত আন্দোলনের তাইজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আসাফ উদ দৌলা খান এবং রেজাউল করিম। ৬ নং নলতা ইউনিয়নে উপজেলার সর্বোচ্চ ২৯ হাজার ১৯৩ জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৮৬৭ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৩২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করবেন। চূড়ান্তভাবে ভোটযুদ্ধে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মাঠে অবতীর্ণ হয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকার আবুল হোসেন পাড়, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান এস.এম আসাদুজ্জামান সেলিম, সাইদুর রহমান, শাহিনুর রহমান এবং খেলাফত আন্দোলনের শাহাদাত হোসেন। ৭নং তারালী ইউনিয়ন এ মোট ১৮ হাজার ১৬৭ জন ভোটারের মধ্যে পুরুষভোটার ৯ হাজার ১৯৫ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯৭২ জন, তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করবেন। তারালী ইউনিয়নের চূড়ান্তভাবে ৪ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, প্রার্থীরা হলেন নৌকার বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জামায়াতের মাওলানা আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান খোকন এবং খেলাফত আন্দোলনের মহব্বত গাইন। ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৬৫৮ জন এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ হাজার ৫০৮ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১০ হাজার ১৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১ জন চেয়ারম্যান, ৯ জন সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করবেন। চূড়ান্তভাবে ৫ জন প্রার্থী ভোটের মাঠে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। প্রার্থীরা হলেন নৌকার আবুল হোসেন, বিদ্রোহী প্রার্থী থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, স্বতন্ত্র প্রার্থী আফসার আলী, আব্দুল কুদ্দুস গাজী ওরফে সাহেব এবং খেলাফত আন্দোলনের শওকত বিশ্বাস। ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে সর্ব মোট ভোটারের সংখ্যা ২২ হাজার ৬৮৮ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৭২ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩১৬ জন, আগামী ২৮ নভেম্বর তাদের মূল্যবান ভোট দিয়ে ১ জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য ৩জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করবেন।
চূড়ান্তভাবে মথুরেশপুর ইউনিয়নে ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বনিন্দ্বতায় অবতীর্ণ হয়েছেন। প্রার্থীরা হলেন থানা আওয়ামী লীগের সভাপতি এর পুত্র নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান গাইন, আব্দুল অহেদ মারুফ, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাম্যবাদী দলের শেখ তারিকুল ইসলাম, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী শেখ নাজমুল ইসলাম, শেখ আলাউদ্দিন সোহেল, সবচেয়ে আলোচিত প্রার্থী ভ্যান চালক শেখ মোজাফফর হোসেন ওরফে মোজাম, রমেশ চন্দ্র বিশ্বাস, খিলাফত আন্দোলনের শাহজাহান সিরাজ খান এবং শেখ আকুঞ্জি বাবলুর রহমান।

