সমাজের আলো : সংগঠনের বিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালিগঞ্জ উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে । উপজেলা ছাত্রলীগের প্যাডে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ বহিষ্কার আদেশ দেন।
বহিষ্কার করা হয়েছে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিভলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহস গাজী, সাধারণ সম্পাদক মিলন হোসেন। কুশলিয়া উনিয়ন ছাত্রলীগের সভাপতি তানজির হোসেন ,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ফারহাদ হোসেন,সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ, রতনপুর ইউনিয়নের সভাপতি এবাদুল ইসলাম,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ও আনোয়ার হোসেনকে পদ অব্যাহতি দেওয়া হয়েছে ।
এটি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী নুর আহমেদ ও সভাপতি ফিরোজ আহমেদ।

