সমাজের আলো। ।হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করায় এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইনকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় কালিগঞ্জ ফুলতলা গোল চত্বরে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদীর বিপক্ষে হিন্দু সম্প্রদায়ের মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কার্যনির্বাহী সদস্য এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান সুমন, সাবেক যুবলীগের আহবায়ক ইকবাল আলম বাবলু, মথুরেশপুর ইউপি সদস্য কলিম হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়দেব কুমার, কৃষ্ণনগর ইউপি সদস্য তপন কুমার প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাঈদ মেহেদী হিন্দুদের জমি দখলসহ তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকেই তিনি ক্ষমতার অপব্যবহার করে চলেছে। টেন্ডারবাজি থেকে আরম্ভ করে এমন কোন অপকর্ম নেই যেটা সে করেনা৷ তার পোষা লাঠিয়াল বাহিনীর ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। নিরীহ হিন্দু সম্প্রদায়ের মানুষকে হেয় প্রতিপন্ন করা তার স্বভাবে পরিনত হয়েছে। তার হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *