সমাজের আলো : কালিগঞ্জে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে ৪৩ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ শুক্রবার( ১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার সময় নলতা ইউনিয়নের খানজিয়া সীমান্তে অভিযান পরিচালনা করে। এসময় একটি নাম্বার বিহীন ডায়াং লাল রঙের মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় নিষিদ্ধ ৪৩ বোতল ফেনসিডিলসহ জয়নুদ্দিন চৌধুরীকে আটক করে। পরবর্তীতে শনিবার সকালে থানায় মামলা দায়েরের পর অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

মাদক ব্যবসায়ীদের আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন তিনি।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, খুলনা জেলার খালিশপুর থানার দক্ষিণ কাশিপুর গ্রামের আশরাফ চৌধুরীর ছেলে জয়নুদ্দিন চৌধুরী, অপর দুজন কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সেহারা গ্রামের রহিম গাজীর ছেলে বহুল আলোচিত ৫ টি মাদক মামলার আসামি সিদ্দিক গাজী (৫০), ও তার স্ত্রী মমতাজ বেগম( ৪৫)।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *