রবিউল ইসলামঃ সাতক্ষীরা কালিগঞ্জে গাঁজাসহ বিভিন্ন মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া এলাকার মৃত আব্দুর রউফ গাজীর পুত্র ফরিদ উদ্দিন গাজী (৪০), একই এলাকার ফরিদ হোসেন সরদারের পুত্র তৌহিদুল ইসলাম সরদার (২৮), কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের খলিলুর রহমান সরদারের পুত্র সজীব হোসেন সরদার (২২)। রংপুর জেলার পীরগাছা উপজেলার রেজওয়ান ওরফে রওশান ও জনৈক প্রবাসীর স্ত্রী (২৮)। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, বুধবার দিবাগত রাতে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার খানজিয়া হাইস্কুলের পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরিদ ও মাদকসেবী তৌহিদুলকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে কালিগঞ্জের নীলকণ্ঠপুর এলাকার কলেজ ছাত্রীকে অপহরণের দায়ে পুলিশ অভিযান চালিয়ে সজীব সরদারকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করে। এছাড়াও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বিষ্ণুপুর থেকে রওশান ও এক প্রবাসীর স্ত্রীকে গ্রেফতার করা হয়। আসামিদেরকে বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২টায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *