হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ডে সড়কের উপরে যানজট নিরসন ও আইন শৃঙ্খলা নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনকল্যাণে অধিকতর সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করের মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় এ কোর্ট পরিচালনার সময়ে যথাযথ আইন না মানায় একজনকে ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রথমত সতর্ক করা হয়েছে অনেককে। এমনিভাবে সড়কে যানজট নিরসনের জন্যে মোবাইল কোর্ট অব্যহত রাখবেন বলে জানাগেছে। উল্লেখ্য যে, মোঃ আজাহার আলী কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনার হিসেবে যোগদানের পর হতে উপজেলাবাসীর মাঝে ভুমিসেবার পাশাপাশি ভ্রাম্যমান আদালত, মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন। তাছাড়া কবিতা পাঠ, সাহিত্যচর্চা ও সঙ্গীত অঙ্গনেও তিনি বিশেষ অবদান রেখে আসছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *