সমাজের আলো ।। দূই ভুয়া ডাক্তার কে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে । আজ বেলা ১২ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃঞ্চনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করেন । iভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এ সাজা প্রদান করেন । সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার হলেন কালীগঞ্জ উপজেলার কৃঞ্চনগর এলাকার রেজাউল ইসলাম ও তার স্ত্রী রেমা খাতুন । জানাগেছে। রেজাউল ইসলাম ও তার স্ত্রী ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষ ঠকিয়ে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসে।
আজ ওই ভুয়া ডাক্তারের চেম্বারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এ সময় ভুয়া ডাক্তার রেজাউল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে ভূয়া মহিলা ডাক্তার রেনা কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।
