সমাজের আলো :- শাহিন আলম নামে মসজিদের এক মোয়াজ্জেম পায়ের ফোড়ার চিকিৎসা নিতে গেলে হাঁটু কেটে বাদ দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে ক্লিনিক মালিক সাইদুল ইসলামের ওরফে সাঈদ এর বিরুদ্ধে ৬ লক্ষ্ টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে (১০ মে) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। এ ব্যাপারে ভুক্তভোগী মোয়াজ্জেম দেবহাটা উপজেলার কামটা গ্রামের মফিজুল মোল্লার পুত্র শাহিন আলম গত ১৩ মে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সূত্র এবং ভুক্তভোগী মোয়াজ্জেম শাহিন আলম সাংবাদিকদের জানান সে তার পায়ে দীর্ঘদিন যাবত একটি ফোড়ার যন্ত্রণা নিয়ে ভুগছিল। ফোড়ার চিকিৎসার জন্য নলতা শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গেলে ক্লিনিক মালিক সাইদুল ইসলাম ওরফে সাঈদ ভয়ভীতি দেখিয়ে বলে ফোড়ার ভিতরে পুজ হয়ে গেছে এখুনি চিকিৎসা করতে গেলে এবং আপনাকে বাঁচাতে গেলে পা কেটে বাদ দিতে হবে। এজন্য ৬/৭ লক্ষ টাকা দিতে হবে। তিনি টাকা দিতে অপরগতা প্রকাশ করে চলে যেতে চাইলে ২ লক্ষ টাকার মধ্যে ফোড়া অপারেশনের কথা বলেন। আমি দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি নিজে ডাক্তার না হয়েও একটি প্যাডে কিছু ওষুধ লিখে তাড়িয়ে দেন। পরে আমি উপায়ান্তর না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে শেষ আশ্রয় স্থল হিসাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যেয়ে ডাক্তার দেখাই। সেখানে আমার ফোড়া টি কেটে ড্রেসিং করে দিয়ে ঔষধ দিয়ে দেয়। আমি উক্ত ঔষধ খেয়ে ৩ দিনের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক চলাফেরা করিতে পারিতেছি। আমি বিষয়টি তদন্ত-পূর্বক এইভাবে অপ চিকিৎসার নামে রোগীদের জিম্মি করে ভয় ভীতি দেখি টাকা আদায় করা শেরে বাংলাক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের মালিক সাইদুল ইসলামের বিরুদ্ধে যথাযত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়ে সাতক্ষীরা সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি।গত কয়েকদিন আগেও এই ক্লিনিকে ফিরোজা বেগম নামে এক রুগীকে টনসিল অপারেশন করার নামে ভুলবশত শ্বাসনালী অপারেশন করে মোটা অংকের টাকায় ম্যানেজ করে দ্রুত দাফন সম্পন্ন করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *