কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬০নং নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর ২০২২) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের একটি কক্ষে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পীজষ কান্তি সরদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধীর কৃষ্ণ মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বিনয় কৃষ্ণ পালিত, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবক জনাব আলী মাস্টার, কৃষ্ণনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম জবেদ আলী, চৌমুহুনী ফাজিল মাদরাসার শিক্ষক মোঃ আসাদুল্লাহ, সমাজ সেবক আনোয়ার হোসেন আনু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন- নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান। উল্লেখ্য নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সর্ব উচ্চ নাম্বার (৬৬০ মধ্যে ৬৫৬) পেয়ে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেনিতে উর্তিন্ন হয়েছে মাহমুদুল হাসান।

সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *