সমাজের আলো : সাতক্ষীরা কালীগঞ্জের কৃষ্ণনগরের মোশাররফ চেয়ারম্যান হত্যা মামলার দুই নং আসামি ইয়ার আলীকে যশোর কারাগারের সামনের থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে কেবা কারা। সোমবার সন্ধায় অপহৃত ইয়ার আলীর বোন জরিনা খাতুন এমন অভিযোগ করে সাংবাদিকদের বলেন, দীর্ঘ দুই বছর পর মহামান্য হাইকোর্ট এর জামিনে গত রবিবার (১৬ অক্টোবর) সন্ধায় যশোর কারাগার থেকে মুক্তি পায় আমার ভাই।
কারাগার থেকে বের হওয়ার পর কারা ফটক থেকেই কালীগঞ্জের কৃষ্ণনগর এলাকার পরিচিত কয়েক জনের সাথে সাদা পোশাকধারী সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আমার ভাই কে।
জরিনা খাতুন বলেন, সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের সাথে মোশাররফ চেয়ারম্যানের ভাইপো কৃষ্ণনগরের আরসাদ কাগজীর ছেলে লিটন কাগজী, একুই এলাকার আদুল্লো গাজীর ছেলে নুরুল গাজী, মৃত মুনছুর কাগজী এর ছেলে আজিবর ও বাবু ছাড়াও আরো কয়েক জন ছিলো। তারা আমার ভাই কে জোর করে ঢাকা- মেট্রো -চ ১৯ – ৬১৮৪ নংরের সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।
এঘটনায় আমরা সোমবার যশোর থানা, কালীগঞ্জ থানা ও সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসে খোঁজ নিয়েও আমার ভায়ের সন্ধান পায়নি। এব্যাপারপে যশোর কোতোয়ালি থানায় লিখিত এজাহারের প্রস্তুতি চলছে বলে জানান জরিনা খাতুন।
এঘটনায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি বাবলুর রহমান জানান, ইয়ার আলী তরফদার এর বিষয়ে কিছু জানা নেই। আমাদের কেউ ওখানে যায়নি বলেও জানান তিনি। —




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *