সমাজের আলো : এক বাড়িতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দেয়া গ্রামে দিপংকর স্বর্নকারের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা তার অসুস্থ বাবা সহ বাড়ির সকলকে মেরে বেঁধে নগদ এক লক্ষ টাকা, নতুন পালসার মোটরসাইকেল কাগজ সহ, দশ ভরির মত সোনা ও অনেক দামি জিনিসপত্র নিয়ে গেছে।

