কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে অনিয়মের অভিযোগ উঠেছে। ত্যাগী, নির্যাতিত, নাশকতা মামলার আসামী ও কারাবরণকারী বিএনপি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ত্যাগী নেতাকর্মীরা সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত বিএনপির নেতৃবৃন্দর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন পলাশ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শেখ মজিদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তহিনুর ইসলাম, সাবেক নেতা কাজী মইনুল ইসলাম ময়না, ফজলুর রহমান, বিএনপি নেতা জহরুল হক খোকন, মহসিন গাজী, সাইদুল ইসলাম, হেকমত আলী, কাজী আব্দুর রহিম, শামসুল বিশ্বাস, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হাসান ও আব্দুল লতিফ জাকির হোসেন প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মী, সাবেক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুঃসময়ে থেকেও দলকে আগলে রেখেছেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন, জেল খেটেছেন তাদের বাদ দিয়ে কিছু স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার লোকদের নিয়ে কমিটি গঠন করেছে। এটি দলের জন্য লজ্জাজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত। তারা আরও বলেন, “এই কমিটি আমরা মানি না, মানব না। যতক্ষণ পর্যন্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির প্রতি আহ্বান জানান, মৌতলা ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের দিয়ে পুনর্গঠন করতে।মানববন্ধন শেষে ত্যাগী নেতৃবৃন্দ বলেন, “আমরা দলকে ভালোবাসি, কিন্তু যারা আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপিকে দুর্বল করতে চায়, তাদের মুখোশ আমরা জনগণের সামনে উন্মোচন করব।

