রবিউল ইসলামঃ করোনা উপসর্গ নিয়ে দুই সন্তানের জনক আশরাফুল ইসলাম খোকা (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।
শনিবার (৩০ মে) সকাল ৮ টায় খুলনা আড়াইশো বেড হাসপাতলে সে মৃত্যুবরণ করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসন্তপুর গ্রামে আশরাফুল ইসলাম এর বাড়ি সহ পৃথক পাঁচটি বাড়ি লকডাউন এর আওতায় এনে লাল পতাকা টানানো হয়েছে।
মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এ প্রতিনিধিকে জানান, আশরাফুল ইসলাম খোকা ঢাকা থেকে ঈদের একদিন আগে অসুস্থ হয়ে বসন্তপুর গ্রামের বাড়িতে আসে। সে জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিল। যমুনা ক্লিনিকে ডাঃ হাবিবুল্লাহ কে দেখিয়ে তার অবস্থার অবনতি হলে বুধবার(২৭ মে) পরিবারের সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার মৃত্যু হয়েছে।

