সমাজের আলো : থানা প্রশাসনের নাম ভাঙিয়ে মৎস ঘেরের বাসা, বাগানের মধ্যে নির্জন স্থানে একাধিক স্পটে মাসব্যাপী চলছে জুয়ার রমরমা আসর।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের মৃত দাউদ আলির পুত্র দুর্ধর্ষ ডাকাত মইনুদ্দিন ওরফে ময়না ডাকাত ওরপে হাত কাটা ময়না এবং তার পুত্র মনিরুল ইসলাম খোকন এবং রওশনের নেতৃত্বে সকাল ন৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মাসব্যাপী এ জুয়ার উৎসব চালালেও দেখার কেউ নাই।

গতকাল বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টার সময় সরে জমিনে বন্ধ কাটি গ্রামে গেলে দেখা যায় বন্ধ কাটি গ্রামের মৃত ওমেদ আলীর পুত্র আব্দুস সালাম এর বাড়ির পশ্চিম পাশে ঘের মালিক শহীদের মৎস্য খামারের বাসায় ৪জন করে মোট৮জন ২ গ্রুপে বিভক্ত হয়ে জুয়ার আসর জমিয়ে তুলেছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *