সমাজের আলো : সৎ মেয়েকে পিতা কয়েক মাস ধরে ধর্ষন করে আসছিল। ধর্ষকের নাম আলিম ।তার বাড়ি কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাছনাকাঠি গ্রামে । কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান,কিশোরীর সৎ পিতা তাকে নানা প্রলোভন ও ভয় দেখিয়ে মাসের পর মাস ধর্ষণ করে আসছিল । রোববার ওই কিশোরীকে মটরসাইকেল করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। আজ সোমবার ওই কিশোরী বাদি হয়ে একটি মামলা করে । পুলিশ ধর্ষক আলিমকে গ্রেপ্তার করেছে।

