সমাজের আলো : চেনা মিরপুর চেনা উইকেট, শুধুমাত্র নিউজিল্যান্ড দলটাই ছিল অচেনা। সেই অচেনা দলের সঙ্গে খেলতে নেমে যে এমন পারফরম্যান্স দেখাবেন টাইগার বোলাররা তা হয়তো কেউ কল্পনাও করেননি। বল হাতে স্পিনারদের একের পর এক দাপুটে ওভার কিউইদের ব্যাটিং লাইনআপ ধসে দেয়। মাত্র নয় রান তুলতেই চার উইকেট হারানো কিউইদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবায় টাইগাররা।আজ বুধবার বিকেলে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে এসে ১৬ দশমিক ৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৬০ রান তোলে সফরকারীরা। এটি তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রান। এর আগে ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে ৬০ রানে সবকয়টি উইকেট হারানোর রেকর্ডটি এতদিন তাদের সর্বনিম্ন রানের রেকর্ড ছিল।
ফিল্ডিংয়ে এসে দারুণ শুরু করে টাইগাররা স্পিনাররা। ইনিংসে প্রথম ওভারে বল হাতে ব্রেক থ্রো এনে দেন শেখ মেহেদী। পরের ওভারে নাসুম উইকেট না পেলেও তৃতীয় ওভারে বল করতে এসেই উইল ইয়াংকে ফেরান সাকিব। চতুর্থ ওভারে বল হাতে শুরুতে কলিন ডি গ্র্যান্ডহোম ও শেষ বলে টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।
মাত্র ৯ রান তুলতেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের দায়িত্ব পড়ে অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলসের কাঁধে। দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যান তারা। ৪১ বলে ৩৪ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন ল্যাথাম। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে নাসুমের তালুবন্দি হন তিনি। ২৫ বলে এক চারে ১৮ রান তোলেন কিউই অধিনায়ক।
