সমাজের আলো : নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। বাড়ছে নির্বাচনী তৎপরতা। ভোটের মাঠে জোটের হিসাব মেলাচ্ছে দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি’র বাইরে জোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই দল জাতীয় পার্টি ও জামায়াত। জাতীয় পার্টি এখন সংসদের প্রধান বিরোধী দল। জামায়াত নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের তালিকায় নেই। তাদের নিবন্ধনের বিষয়টি ঝুলে আছে আদালতে। এ অবস্থায় দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারলেও নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি। প্রায় দুই যুগ বিএনপি’র জোটসঙ্গী হয়ে থাকা জামায়াতের আমীর এক অনুষ্ঠানে একলা চলার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পর সবাই ধরে নিয়েছেন এখন জামায়াত আর বিএনপি’র জোটসঙ্গী নয়।

