সমাজের আলো : বেশ কিছু পোষ্য কুকুরের জন্য রুটি বানাতে রাজি না হওয়ায় নিজের বোনকে গুলি করে হত্যা করলেন বড় ভাই। নৃশংস এ হত্যাকাণ্ড হয়েছে ভারতের উত্তরপ্রদেশের মীরাট জেলার ভাওয়ানপুরে। অভিযুক্ত ভাইয়ের নাম আশিষ। তাকে গ্রেফতার করেছে পুলিশ। মীরাটের পুলিশ সুপার দেহাত কেশব কুমার বলেন, ‘সোমবার ভাওয়ানপুর এলাকার বাসিন্দা ২৫ বছরের যুবক আশিষ ১৮-২০টি পোষ্য কুকুরের জন্য তার বোন পারুলকে রুটি বানাতে বলেছিল। কিন্তু, তা করতে রাজি হয়নি পারুল। এজন্য রেগে গিয়ে গুলি চালিয়ে নিজের ২৩ বছরের বোনকে খুন করে আশিষ। পরে নিজেই পুলিশকে ফোন করে এই ঘটনা জানায় ওই যুবককে গ্রেফতার করার পাশাপাশি মৃতদে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

