সমাজের আলো : কুষ্টিয়ায় গমক্ষেতে গাঁজা চাষ করা হচ্ছে–এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১০৩টি গাঁজার গাছ ও ৫০ গ্রাম গাঁজাসহ লুৎফর ফকির নামে এক ব্যক্তিকে আটক করা হয়। লুৎফর ফকিরের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের বেজপুর দক্ষিণ পড়ায়। তিনি একই এলাকার আজতুল মন্ডলের ছেলে।শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তার বাড়ির পাশের গমক্ষেত থেকে গাঁজাগাছগুলো উদ্ধার শেষে তাকে আটক করে পুলিশ। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার (ওসি) মো. জাবেদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই লুৎফর ফকির মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। ব্যবসা করার উদ্দেশ্যেই গমক্ষেতে গাঁজার চাষ করেন।

