সমাজের আলো : গরু ব্যবসায়ীর ফেলে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিয়েছেন তালা বাজারের চা বিক্রেতা ইউনুচ আলী মোড়ল। সন্ধ্যায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন তিনি।তালা বাজারের চা বিক্রেতা ইউনুচ আলী মোড়ল প্রতিদিনের ন্যায় শনিবার নিজ দোকানে চা বিক্রয় করছিলেন। হঠাৎ করে দেখতে পান তার দোকানের সামনে রাখা চায়ের কেটলির পাশে কিছু টাকা পরে আছে। টাকাটা উঠিয়ে ইউনচু আলী নিজের কাছে গচ্ছিত রাখেন। পরে নিজ উদ্যোগে মাইক ভাড়া করে প্রচার ও সাংবাদিকদের ডেকে বিষয়টি খুলে বলেন।ইউনুচ মোড়ল জানান, আমি চা বিক্রয় করছিলাম। তখন দেখি চায়ের কেটলির পাশে একটি টাকার ব্যান্ডেল পরে আছে। আমি টাকাটা উঠিয়ে গননা করে দেখি ১৪ হাজার ৬ শত টাকা। সাথে সাথে স্থানীয় সাংবাদিক ও প্রচার রেকডিংদের জানিয়ে প্রচার করায় টাকার অংক বাদ দিয়ে। সন্ধ্যায় উক্ত টাকার আসল মালিক তালার নলতা গ্রামের আজিজ শেখ ও তার সহযোগী নজরুল ব্যাপারি এসে তাহার টাকার পরিমান সঠিকভাবে বলতে পাড়ায় টাকাগুলো তাদের কাছে দেওয়া হয়েছে।

