সমাজের আলো : হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানে কুড়িয়ে পাওয়া এক বাচ্চা সাপের কামড়ে স্বপন সাওতাল (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সুরমা চা বাগানের রেঙ্গুটিলা এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, ওই এলাকার বাবু লাল সাওতালের ছেলে স্বপন সাওতাল (৩৮) তার ঘরের ভেতর একটি বাচ্চা সাপ দেখতে পান। সাপের বাচ্চাটিকে ধরে সারা বিকেল ও সন্ধ্যা অবদি পাড়া প্রতিবেশিদের খেলা দেখান তিনি। রাত সাড়ে ১১টার দিকে খেলা দেখানোর সময় সাপের বাচ্চাটি স্বপনের হাতে কামড় দেয়। কিন্তু এটি বাচ্চা সাপ হওয়াতে স্বপন একে গুরুত্ব দেয়নি।স্বপনের স্ত্রী অনিতা সাওতাল জানান, রাত ১২টার পর স্বপনের শরীরে যন্ত্রণা শুরু হয়। স্বপনের মেয়ে হীরা মনি ডানহাতে সাপের কামড় দেখতে পেয়ে রশি দিয়ে বেঁধে দেয়। পরে শুক্রবার সকালে মারা যান তিনি

