সমাজের আলো: রাস্তার উপর হতে মালিক ও নম্বর বিহীন একটি ডায়াং ৫০ মটর সাইকেল উদ্ধার করেছে সাতক্ষীরা থানা পুলিশ। রোববার সন্ধায় সাতক্ষীরা সদরের ভাদড়া মোড়ের পশ্চিম পাশের মাঠের চারা বটতলা থেকে ওই মটর সাইকেল উদ্ধার করা হয়। কুশখালী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বর মনজুরুল আলম বলেন, স্থানীয়রা সকাল ৫ টার দিকে ওই জায়গায় মটর সাইকেলটা দেখে। এরপর সন্ধা পর্যন্ত ওই একই জায়গায় মটর সাইকেলটি ছিল। কেউ নিয়ে যায়নি। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গ্রাম পুলিশ ওই মটর সাইকেলটি ইউনিয়ন পরিষদে নিয়ে যান। । সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক(অপারেশন্স) বিপ্লব কান্তি বলেন, মটর সাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *