রনি হোসেন,কেশবপুর : কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রণোদনাকর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৩০ সেপ্টেম্বর সকালে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
এসময় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে মাসকলাইয়র বীজ, ১০ কেজি করে ড্যাপ ও ৫ কেজি করে এমওপি সার এবং ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ড্যাপ ও ২০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। তাছাড়া ঐ-সকল ক্ষুদ্র প্রান্তিক চাষী বিকাশের মাধ্যমে ২ হাজার ৮ শত টাকা করে পাবেন।

