কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চাল চুরির অভিযোগে ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চাল চুরির বিষয়ে পত্রিকায় প্রকাশ করায় দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকা, জয়যাত্রা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের উপর ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেনের নেতৃত্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ অবিলম্বে হামলাকারীদের নামে থানায় মামলা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন, সহ-সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক কেএম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কোষাধ্যক্ষ শিমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান শাহীন, সমাজকল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, তথ্য গবেষণা সম্পাদক মোহাচ্ছান আলী শাওন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, গ্রন্থাগার সম্পাদক সরদার মোস্তফা কামাল হিরো, নির্বাহী সদস্য গৌতম চট্টোপাধ্যায়, রেজোয়ান হোসেন লিটন প্রমূখ।
