রনি হোসেন, কেশবপুর: কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় “বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” শির্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, জীবিকা নারী উন্নয়ন সংস্থার পরিচালক মনিরা খানম প্রমুখ।

