রনি হোসেন, কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে ১ নভেম্বর সকালে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবুর আলী গোলদার ও ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী। আরো বক্তব্য রাখেন সমাধানের কর্মকর্তা মুনছুর আলী, সুুফয়া খাতুন শিখা, মনিরা খানম, প্রশিক্ষিত যুবক রবিউল ইসলাম, হারুনার রশীদ, রুহুল আমিন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শিমুল হাসান, মহিলা সম্পাদক তহমিনা খাতুন, সাংবাদিক শংকর কুমার দাস প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *